সাগরে মিশে যাবো যদি না সুখ পাখিটা ধরতে নাহি পারি,
তুমি যদি না আসো নিড়ে আর যাবোনা বাড়ি ফিরে নিচ্ছি আমি আড়ি....

কি হবে আর ঘরে ফিরে ? থেকে যাই সাগর তীরে,
খুঁজবো তোমায় জনম-জনম লাখো মানুষের ভীড়ে l
যেই দিন তুমি দিবে ধরা ওগো মোর প্রেমের মরা,
তবেই আমি ফিরবো গৃহে হে প্রিয়সী নারী l
সাগরে মিশে যাবো যদি না সুখ পাখিটা ধরতে নাহি পারি,
তুমি যদি না আসো নিড়ে আর যাবোনা বাড়ি ফিরে নিচ্ছি আমি আড়ি....

আর যাবোনা দূরে সরে রাখবো বুকে আমার করে,
ছেড়ে যেতে যদি হয় কখনো,আমায় সঙ্গে নিও তখনো !
মরণ এলে মরবো দুজন এক সাথে,
আমায় একা রেখে যেওনা হে সুন্দুরী রূপসী নারী l
সাগরে মিশে যাবো যদি না সুখ পাখিটা ধরতে নাহি পারি,
তুমি যদি না আসো নিড়ে আর যাবোনা বাড়ি ফিরে নিচ্ছি আমি আড়ি....

রচনাকাল ০৭/০৬/২০২০ ইং
ব্রুকলিন,নিউ ইয়র্ক l
-----------------------------------------------