রাজনীতি হলো যোগ বিয়োগের খেলা,
আজব দেশে বসেছে আজ দল বদলের মেলা l
আজ আছে এই দলে পদ পদবি নিয়ে,
কাল দেখি ওই দলে বসেছে কাবিন ছাড়া বিয়ে l
কত নেতা ভিড় করে পদ পদবির লোভে,
কেউ আবার সংসার ভাঙ্গে না পাওয়ার ক্ষোভে l
বিচিত্র এই রাজনীতির নেইতো কোন বালাই,
নীতি আদর্শ ঝেড়ে ফেলে চলো এবার পালাই l
রাজনীতি হলো রাজার নীতি চলে কূটচাল,
ধৈর্য হারা হলে পরে হবে বেসামাল l
রাজার নীতি মানে যে জন,
সেই তো রাজার আপন জন l
রাজার নির্দেশ মান্য করলে,
পাবে তাহার বিশাল মন l
একটু যদি এইদিক সেইদিক তাকাও ওরে ভাই,
কোথাও গিয়ে পদ পাবেনা আর পাবেনা ঠাঁই !
সময় থাকতে ফিরে এসো আপন জনের কাছে
কত নেতা এতিম হয়ে ফিরছে পাছে পাছে l

রচনাকাল ২২/১১/২০১৮ ইং
ব্রুকলিন,নিউ ইয়র্ক l
————————————————————-------------