ঘরের দরজায় কড়া নাড়ছে
ইয়া বড় ভুড়ি নিয়ে পৈশাচিক দৈত্য,
যে আমাদের সব কিছু ছিনিয়ে নেওয়ার জন্য
ঔদ্ধত্য প্রকাশ করছে।
ধ্বংস আর প্রলয়ের মাঝে
আমাদের দিন, মাস ও বছর পেরিয়ে যাচ্ছে।
তারপরও আমরা বেঁচে থাকার যুদ্ধে
জয়ী হওয়ার চেষ্টা করে যাচ্ছি l
হতাশা নামক শব্দটি কিছুতেই পিছু ছাড়ছেনা l
এমন কি ক্ষমতাবানদের দৌরাত্বের মাঝে
সাধারণ খেঁটে খাওয়া মানুষ গুলো
আজ অসহায় হয়ে পড়ছে l
নূন্যতম আশার আলোক রেখা
আমাদের পথনির্দেশ করছে না।
আত্মঅহমিকা যেন হিংসায় রূপ নিয়েছে
সমাজ-সংসার তীব্র প্রতিযোগিতায় লিপ্ত হয়ে
ধ্বংসের দ্বারপ্রান্তে l
এ ধ্বংসলীলা মহামারী আকারে
ছড়িয়ে পড়ছে দেশব্যাপী ।
অথচ মানবীয় সমাজে
মানবাধিকারের লেশ মাত্র নেই
এমন হতাশা আর ধ্বংসের প্রলয়ধ্বনী
শোনার বিন্দু মাত্র ইচ্ছে বা আক্ষাংকা
আমাদের ছিলোনা।
আজ মানুষ নামক অমানুষ
কতিপয় জীবের আচরণে
আমরা হতাশায় নিমজ্জিত,
এদের দৈনন্দিন ভীবৎস হুঙ্কারে
বনের পশুরাও লজ্জা পাচ্ছে।
দেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা
হিংস্র এ কীটেরা সমাজ সংসারকে
অশান্ত করে তুলছে l
আর খালি করছে অসহায় বাবা মায়ের বুক ।
কান্নার শব্দে ভারী হয়ে উঠছে আকাশ বাতাস,
আর কত লাশ পড়লে তোমরা খ্যান্ত হবে ?

রচনাকাল ০৯/০৯/২০১৮ ইং
ব্রুকলিন,নিউ ইয়র্ক l
————————————————————————————