প্রবাসীর শ্রমে তোর বেতন ভাতা মিলে ওহে হারামজাদা,
তুই কোন সাহসে গালি দিয়েছিস প্রবাসীরা নবাবজাদা l
সত্যি কথা বলতে কেন তোর এতো লাগে ?
তুই যে প্রবাসীর কর্মচারী এই কথা শিকার কর আগে !
মা,বাবা আর সংসার ছেড়ে স্বদেশের মায়া ভুলে,
বছরের পর বছর মিতালি গড়ে নিজের চোখের জলে I
রেমিটেন্স যোদ্ধারা এই জাতির গর্বিত সন্তান প্রশংসা পাওয়ার দল
মন্ত্রীর লেভেল গায়ে লাগিয়েছিস তো কি হয়েছে ? তুই কোন হনুরে বল ?
বীর মুক্তিযোদ্ধাদের পর যাদের অবস্থান তুই তাদের উপরে মিটাস ঝাল !
তুই কোন হরিদাসপাল ? কোথায় থেকে উড়ে এসে জুড়ে বসেছিস ? কোথায় ছিলি এতো কাল ?
প্রবাসীদের পাঠানো টাকায় দেশের চাকা ঘুরে,
তোর মতো আমলা,কামলারা বাড়ি-গাড়ি বানাস
গিয়ে অচিন পুরে !
কাদের টাকায় এতো বাহাদুরি,করিস বিলাসী জীবন যাপন,
প্রজাতন্ত্রের রাজা সেজে বসে আছিস
প্রবাসীরা আজও হতে পারেনি তোদের মত কুলাঙ্গারদের আপন l
সুযোগ পাইলে কুকুরের মত ঘেউ ঘেউ করিস কেন ?
পড়া লেখা করে মানুষ না হয়ে অমানুষ হয়েছিস যেন l
রচনাকাল ১৭ই মার্চ ২০২০ ইং
ব্রুকলিন,নিউ ইয়র্ক l
———————————————————-----------------“