আমি পূর্বের নেয় শান্তি নিয়ে আবার ফিরে আসবো,
অশান্তি দূরীভূত করে l
আবার সবার চোখে মুখে হাসি ফুটাবো,
অভাব অনটন গুছিয়ে l
আমি আসবো তোমাদের উঠোনে খোঁজ নিতে,
তোমাদের করুন আর্তনাদে পাশে দাঁড়াতে l
আমি আসবো তোমাদের ন্যায্য দাবি মেনে নিতে,
তোমাদের অভিমানী অনশন ভাঙ্গাতে l
আমি ত্রান ভান্ডার নিয়ে সর্বদা প্রস্তুত থাকবো,
ঠিক যেমন আগেও ছিলাম প্রাকৃতিক দুর্যোগে l
আমি দ্রুত গতিতে ছুটে যাবো তোমাদের কুঁড়ে ঘরে,
জানি বস্তিতে নেই তোমরা স্বস্তিতে l
আমি দাঁড়াবো সমস্ত শক্তি আর সাহস নিয়ে, নির্যাতিত,নিপিড়িত মানুষের স্বপক্ষে l
আমি উন্নয়নের চাকা সচল করে আবারো দেখিয়ে দিব,
অবকাঠামো উন্নয়ন কাকে বলে ?
আমি বৈষম্য দূরীকরণে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ,
হিন্দু,মুসলিম,বৌদ্ধ,খ্রিস্টান পূনরায় মিলে মিশে হবে একাকার l
গড়ে উঠবে সাম্য ও সৌহার্দের ভাতৃত্ববোধ,
সমাজ,পরিবার ও রাষ্ট্রে l
আমি অসম্প্রদায়িক দেশ গঠনে-
কঠিন ভূমিকায় অবতীর্ণ হবো l
ধর্ম যার যার,উৎসব তার তার,
আর রাষ্ট্র হবে তোমার,আমার,আমাদের সবার l
রচনাকাল ০৪/০৯/২০১৮ ইং
ব্রুকলিন,নিউ ইয়র্ক l
————————————————————————————