তুমি কি আমার কবিতার কাব্যিকতা পূর্ণ পংক্তি হবে ? হবে কি দাড়ি কমা ?
দাড়ি কমা না হতে চাইলে শিরোনামও হতে পারো,
নাকি শুভ সূচনা হতে চাও ?
যদি তুমি চাও হতে পারো মধ্য প্যারার কয়েকটি অঙ্গরেখা অথবা সারি
নয়তোবা শেষ প্রান্তের উপসংহার l
তোমার হাসি মাখা মুখের ঝলক হোক,
আমার কবিতার হৃৎপিণ্ড !
আমি আমার মতো তোমাকেও
আমার কবিতা জুড়ে স্থান দিতে চাই
যেমনি দিয়েছি আমার বাস্তবতায় l
হতে পারো তুমি আপনের আপন
কিংবা পরের চেয়েও পর
কিন্তু কবিতার অক্ষরে অক্ষরে
তোমার পদচারণা তোমার উপস্থিতি
আমার লেখার নতুনত্ব উপমা
আমার শ্রেষ্ঠ সৃষ্টি অনুপম অহংকার l
কবিতার প্রতিটি চরণে গুঞ্জরিত হয়,
ছন্দে আনন্দে তোমার পায়েলের রিনিঝিনি শব্দ
আজ রচনাকালের সময়ের মত
বর্তমানকে অতীতে ঠেলে দিয়ে
আমাকে একা ছেড়ে দিয়েছো
ভবিষ্যতের স্বপ্নহীন অশুভ যাত্রার অস্ত দিগন্তে
আমি এক দিকপাল হারা কবি শব্দ চয়নেও
তোমার অস্তিত্ব খুঁজে বেড়াই,
আকার,একার সব জুড়ে আছো তুমি
গদ্যে পদ্যে সব কবিতায় তুমি একাকার
তুমি যে আমার কবিতার জীবন্ত কবিতা বেঁচে থাকার অনুপ্রেরণা একমাত্র অঙ্গীকার l
রচনাকাল ০২/১০/২০১৯ ইং
ব্রুকলিন,নিউ ইয়র্ক l
————————————————-------------------