মায়ের কথায়,মায়ের ভাষায়,
পৃথিবীর সব ভুলে যাই ৷
লক্ষ কোটি তারার মাঝে,
চাঁদ হলো একটাই ৷
ও-মা, ও-মা, নাই নাই নাই,
তোমার মত আর কেহু নাই ৷
তোমার পায়ের নিচে, স্বর্গ আছে পড়ে,
আল্লাহু তায়ালা বলেছে তাই ৷
ও-মা, ও-মা, নাই নাই নাই,
তোমার মত আর কেহু নাই ৷
তোমার করুনায়,খোদার মহিমায়,
এসেছি মা পৃথিবীতে ৷
তোমার পায়ের নিচে জান্নাত,
তুমি দাঁড়িয়ে আছ উপরে ৷
দুঃখ পেলে কখনো ক্ষমা করে দাও,
তোমার ক্ষমায় ধন্য হবো -
না হলে মাফ নাই ৷
ও-মা, ও-মা, নাই নাই নাই,
তোমার মত আর কেহু নাই ৷
আমি কাঙ্গাল,তোমার ছেলে,
তোমার কোলে মাথা রেখে-
কত রাত জাগিয়েছি তোমায় ৷
তোমার দু-চোখে ঘুম ছিলনা,
শুধু চেয়ে ছিলে আমায় ৷
কস্ট পেলে কখনো ক্ষমা করে দাও,
তোমার ক্ষমায় পুণ্য হবো-
না হলে মাফ নাই ৷
ও--মা, ও--মা, নাই নাই নাই,
তোমার মত আর কেহু নাই ৷
প্রকাশকাল ২০০৯ ইং
একুশে ফেব্রুয়ারী বই মেলা
বই : তুমি যদি চাও
-----------------------------------