পরীক্ষা শেষে পুরুস্কার দিবে,
আল্লাহু তায়ালা-
আমার আল্লাহু তায়ালা ৷
যে কাজ নিয়ে পাঠাইছেন আমায়,
সে কাজ না করে-
থাকি অন্যথায় ৷
খোদার হুকুমের বেলায় !
ফরজ ওয়াজিব ভুলে গিয়ে,
খারাপ কাজে জড়িয়ে গেলে ৷
শেষ বিচারে হবে মোদের,
দোজখের ফয়সালা !
নবীর দুরুদ ভুলে গিয়ে,
সুন্নত হতে দুরে গেলে ৷
হাসরের ময়দানে তুমি,
পাবেনা সুপারিশ ওয়ালা !
পরীক্ষা শেষে পুরুস্কার দিবে,
আল্লাহু তায়ালা-
আমার আল্লাহু তায়ালা ৷
মন্দ লোকের সাথে সম্পর্ক হলে,
হাসর-নোসর হবে একি কাতারে ৷
বাম হাতে দিবে আমল নামা,
খুলবে দোজখের তালা !
ভালো লোকের সাথে সম্পর্ক হলে,
হাসর-নোসর হবে একি কাতারে ৷
ডান হাতে দিবে আমল নামা,
খুলবে বেহেস্তের তালা ৷
পরীক্ষা শেষে পুরুস্কার দিবে,
আল্লাহু তায়ালা-
আমার আল্লাহু তায়ালা ৷
-------------
বই : তুমি যদি চাও
প্রকাশকাল ২০০৯ ইং
একুশে বই মেলা
ঢাকা,বাংলাদেশ ৷