তুমি যদি চাও,
আমি তোমার জন্য হতে পারি-
বিশাল এক জলাশয় ৷
তুমি স্নান করবে,
আর পবিত্র হবে প্রত্যেহ সকালে ৷
তুমি যদি চাও,
আমি তোমার জন্য হতে পারি-
সকালের সূর্য উদয় ৷
যে তোমাকে আলো দেখাবে,
যার আলোয়ে আলোকিত হবে-
তোমার বদনখানি প্রতি নিয়ত ৷
তুমি যদি চাও,
আমি তোমার জন্য হতে পারি-
রাতের আঁধারে সমুধুর কোকিলের গান ৷
যে গান তোমার,
মাঝ রাতে ঘুম ভাঙ্গাবে-
একাকিত্ব হবে আমাকে নিয়ে ৷
তুমি যদি চাও,
আমি তোমার জন্য হতে পারি-
এক রাতের শীতের কাঁথা ৷
আমাকে জড়িয়ে,
তোমার শীতার্থ শরীর-
উষ্ণতা পাবে ৷
তুমি যদি চাও,
আমি তোমার জন্য হতে পারি-
এক বিলম্বিত বাসরের কাঙ্খিত মানব ৷
যাকে তুমি আলিঙ্গন করবে,
তোমার নিজের করে ৷
বই: তুমি যদি চাও
প্রকাশকাল ২০০৯ ইং
একুশে বইমেলা,ঢাকা ৷
---------------------------------