আমি দূর দিগন্তে হারিয়ে যাবো,
নীল আকাশের নিচে অরণ্যে ভরা বালুচরে l
আমি হারিয়ে যাবো,
সবুজ ঘাসের বুকে কিংবা শুকিয়ে যাওয়া নদীর তীরে l
আমি হারাবো নির্জন লোকালয়ে,
অথবা কোন ঘুমন্ত হৃদয়ের জন মানবহীন মন-মন্দিরে l
আমি হারাবো সেথায়,
যেথায় থাকবেনা কোন মানুষের আনাগোনা l
আমি হারাবো স্ব-ইচ্ছায়,নির্দ্বিধায়,
যে মরুতে থাকবেনা হৃদয়ের ক্রন্দন শত্রুর সঙ্গে বসবাস l
আমি হারাবো ভ্রমরের নেয় পাগল বেশে গুঞ্জরিত গুঞ্জনে,
আমি হারিয়ে যাবো প্রস্ফুটিত ফুলের সৌরভ মাখা মৃদু ঘ্রানে l
আমি হারাবো অবহেলায় কোন এক অবেলায় ঝরা ফুলের মতো,
আমি হারিয়ে যাবো বিলীন হবো চৈত্রের খরতাপে
নয়তো বা ধূসর মরু সাহারায় l
আমি হারাবো গোধূলি লগ্নে আলো আঁধারিতে একাকি,
আমি হারাবো মরুভূমির চোরাবালিতে না হয় শুকিয়ে যাওয়া খালে-বিলে,
আমি হারাবো,আমি হারিয়ে যাবো নীল আকাশের নীলে l
তুমি পারলে আমায় খুঁজে নিও l

রচনাকাল  ২৮/০৫/২০২০ ইং
ব্রুকলিন,নিউ ইয়র্ক l
-----------------------------------------------