স্বাধীনতার চার যুগ পরেও,
আমরা স্বাধীন হতে পারিনি l
সাংবাদিকদের স্বাধীনতা কি-
যুগে-যুগে খর্ব করিনি ?
আমরা সময়ে-অসময়ে মুখ চেপে ধরেছি,
নির্মম ভাবে কণ্ঠরোধ করেছি l
স্বাধীন কলম চলবে নির্ভয়ে,
নির্যাতিত নিপিড়িত মানুষের স্বপক্ষে l
সেই ভয়ে খুরদার কলম ছিনিয়ে নিয়েছি,
তারপরও খ্যান্ত হইনি l
চিরতরে জাতির এই বিবেক স্তব্ধ করার জন্য,
দু-হাত কাঁটতে ছাড়িনি l
স্বাধীনতার চার যুগ পরেও,
আমরা স্বাধীন হতে পারিনি l

সত্যের উপর অবিচল থাকবোই,
সততার বলে জনতাকে জাগাবই l
ভয় ভীতি পিছনে ফেলে,
এই দেশের শত্রু নর পিশাচদের মুখোশ-
উম্মোচন করবোই করবো l
বিনিময়ে জীবন দিবো ছাড় দিবোনা,
ইতিহাসের পাতায় নাম লিখবোই লিখবো l
হুমকি-ধমকি জীবন হারানোর শংকা,
কালো টাকার ধার ধারিনী l
স্বাধীনতার চার যুগ পরেও,
আমরা স্বাধীন হতে পারিনি l

ভিতরের খবর বাহিরে এনে,
জনমনে বিতরণ করে জেনে শুনে l
মর্যাদা সম্মান জানা-জানি,
কারো থেকে কম নয়-
দেশদ্রোহীরা করে কানা-কানি l
সাংবাদিকতা হলো সমাজের দর্পন,
যদি না কোন দলে হয় সমর্পন l
দল কানা হলুদ মনা লেখা-লেখি,
খায়না বাজারে পায় চোখ রাঙ্গানী l
স্বাধীনতার চার যুগ পরেও,
আমরা স্বাধীন হতে পারিনি l

রচনাকাল ০৭/০৯/২০১৮ ইং
ব্রুকলিন,নিউ ইয়র্ক l
———————————————————————————-