আজ বিবস্ত্র নারী নয়,বিবস্ত্র আমার সোনার বাংলাদেশ !
আমি লজ্জিত,ক্ষোভে-বিক্ষোভে ফেটে পড়ছি,
আমি প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলছি
এই মাটির সন্তান ভেবে আমি যন্ত্রণার দ্রোহে জ্বলে-পুড়ে হচ্ছি শেষ !
আজ বিবস্ত্র নারী নয়,বিবস্ত্র আমার সোনার বাংলাদেশ !

আমি স্তব্ধ নির্বিকার কেন যে অন্ধ হয়ে জন্মালাম না !
তাহলে এই জগন্য কুৎসিত দৃশ্য দেখতে হতো না
এ কেমন হিংস্রতা,বর্বরতা আমি কেন বধির হয়ে জন্মালাম না !
অন্তত এক অসহায় নারীর সম্ভ্রম হারানোর আত্মচিৎকার
আমার কর্ণ কুহুরে আসতো না
আমরা চেতনায় বাঙালি মূলত আমাদেরই মাঝে
বাস করে হিংস্র বর্বর জানোয়ার পাকিস্তানী !
এই নির্মমতার শেষ হবে কবে
ও মমতাময়ী মাতৃভূমি আমার প্রিয় স্বদেশ I
আজ বিবস্ত্র নারী নয়,বিবস্ত্র আমার সোনার বাংলাদেশ !

এই পৈচাশিক নির্যাতন আর কত কাল চলবে ?
আর কত নিঠুরতা হলে
তথাকথিত মা সেজে গদিতে অসিন নারীর চোখ খুলবে ?
আজ প্রশ্ন করছি তোমায় হে ক্ষমতাবান নারী
সোনার ছেলেরা করছে যে লুট
আমার বোনের ইজ্জত সম্ভ্রম,খুলে ব্লাউজ আর শাড়ি !
নগ্নতার এই চিত্রে আজ উপনীত বাংলা মায়ের মুখ
চরিত্রহীনরা চেপে বসেছে দেশ ও দশের গাঁড়ে
কেড়ে নিচ্ছে তোমার আমার সকল শান্তি সুখ !
চারিদিকে এতো ধর্ষণ ব্যাভিচার রাহাজানি
জানি না কবে শেষ হবে এই রেশ  !
আজ বিবস্ত্র নারী নয়,বিবস্ত্র আমার সোনার বাংলাদেশ !

রচনাকাল  ০৪ অক্টোবর ২০২০ ইং
ব্রুকলিন, নিউ ইয়র্ক  I
-----------------------------------------------