জীবনের বাঁকে-বাঁকে,
কত মানুষ এলো-গেলো ।
একে-একে সবাই হয়েছে পর,
সাথী হারা আমি আজ এলো-মেলো ।
কাউকে আপন করেছি,
কাউকে আবার বন্ধু ভেবে-
এই হৃদয়ে ঠাঁই দিয়েছি ।
বেশ কিছু দিন হলো,
আপন মানুষ গুলো-
শত্রুতে পরিণত হলো !
বন্ধুরাও সময়ের দোহাই দিয়ে,
মুখ ফিরিয়ে নিলো ।

হঠাৎ করে হারিয়ে যাই,
অতীতের স্মৃতি মনে করে ।
সেই ফেলে আসা দিন গুলো,
যদি আবার আসতো ফিরে ।
অনেকের মাঝে হয়তো সেই দিন,
তোমার আবেদন বুঝতে পারিনি ।
এতো কাছে পেয়েও,
তোমার কষ্ট লাগব করিনি !
ক্ষমা করে দিয়ে আমায়,
এখনো পারো জ্বালাতে-
নতুন প্রদীপ আলো ।
জীবনের বাঁকে-বাঁকে,
কত মানুষ এলো-গেলো ।
একে-একে সবাই হয়েছে পর,
সাথী হারা আমি আজ এলো-মেলো ।

আমার ব্যবহারে মুগ্ধ হয়ে,
একদিন তুমি হাত বাড়িয়ে-
বুকে টেনে নিয়েছো ।
আমার আচরণে ক্ষুদ্ধ হয়ে,
জানি তুমি মুখ ফিরিয়ে রেখেছো ।
সেই হাত এখনো তো শূন্য,
হাতে হাত রেখে করগো আমায় ধন্য !
দূর করে দাও অমানিশা,
অন্ধকার আর কালো ।
জীবনের বাঁকে-বাঁকে,
কত মানুষ এলো-গেলো ।
একে-একে সবাই হয়েছে পর,
সাথী হারা আমি আজ এলো-মেলো ।

রচনাকাল ০৩ জানুয়ারী ২০২১ ইং  
ব্রুকলিন, নিউ ইয়র্ক ।
—————————————————————-