তুমি চাইলে পাহাড়, আমার সমুদ্রের সনে,
তোমার ইচ্ছায় মিশে আমি, পাহাড়ে রই মনোমনে।
তুমি যে উঠতে পারোনি সেই শিখরের চূড়ায়,
তোমার জন্য কুড়ের ঘর বাঁধলাম, নিচে নিরালায়।
সেখানে ছিল সুখের সমুদ্র ঢেউয়ে ভরা,
ছোট্ট সেই ঘরেই কাটতো মধুর ক্ষণ সারা।
কত যে মুহূর্ত ছিল মিষ্টি স্বপ্নে মোড়া,
ভাবলেই মনে হয় ফিরি সেই ভালোবাসার ঘেরা।
কিন্তু একদিন এলাম দূর পথ পেরিয়ে,
ফিরে দেখি তুমি নেই, চলে গেছো সব ভেঙে।
ঝড় যদি আসতো, থাকতো ভাঙা কিছু স্মৃতি,
সেই খুঁটি ধরে আমি খুঁজে পেতাম তোমার প্রতিটি।
কিন্তু না, তুমি স্বেচ্ছায় ভাঙলে ঘরের বাঁধন,
নতুনের জন্য গড়েছো নতুন সংসার জীবন।
আজো গেয়ে যাই ব্যথার সুরে, মনের ভিতর,
তোমায় খুঁজে ফিরি, তবু পাইনা সঙ্গী অনুরণ।
বন্ধুয়া, হারিয়েছি তোমায়, স্মৃতি নিয়ে বেঁচে থাকি,
তবু মন ভরে না, কিছুতেই ভুলতে পারি না ঐ সুখের ঝাঁকি।