কারণে-অকারণে যদি, ছোট করো তুমি কাউরে,
অজান্তেই হয়ে যাও, সবার চোখে ছোট রে।

অহংকারের ভর যেন, দেয় মনেরে কালো,
নিজেকে বড় ভাবতে গিয়ে, হারাও আপন আলো।

তুমি ভাবো শ্রেষ্ঠ তুমি, সবাই থাকে নিচে,
তবু জানে তারা সবই, মনের কথা বুঝে।

করুণা করে মুখে হাসি, কিছু বলে না তারা,
তোমার অহংকার দেখে, দেয় না কোনো সাড়া।

বড় হওয়ার ইচ্ছে যদি, থাকে তোমার মনে,
ছোট করো না কাউরে, দাও না ব্যথা ক্ষণে।

মানুষ চেনা যায় তবে, মনের ভালোবাসায়,
ছোটদের বড় ভাবাই, সত্যিকারের জয়।

ভুলে যাও আত্মগরব, অন্যেরে দাও মান,
তাহলেই বড় হবে তুমি, সেইবার প্রাণবান।

মনের আয়না স্বচ্ছ রেখে, দেখো নিজের ছায়া,
তাহলেই সবার ভালোবাসা, পাবে অন্তর মায়া।

নিজের ভেতর যত আলো, তত জ্বলবে তুমি,
মানুষ তুমি সবার আগে, মন রাখো ভূমি।

অহংকারের দম্ভে নয়, জিতে নাও হৃদয়,
তবেই জীবন হবে মধুর, সবারি মিলে সদয়।