অভিমানের আজ নেই কোনো ছায়া,
   নেই অভিযোগ, নেই কোনো দায়া।
         ধীরে ধীরে ফুরিয়ে গেছে সব কথা,
   নিঃশব্দে মিলিয়ে গেছে যত ব্যথা।

তবু কোথাও যেন রয়ে গেছে কিছু স্মৃতি,
       মনের আঙিনায় বাজে সুরের আবৃত্তি।
চোখের কোণে ভেসে ওঠে কিছু পুরনো দিন,
     যেন হারানো সময়ের কোন সজীব ঋণ।

মায়ার বাঁধন, কি অপার এক টান!
      আঁকড়ে ধরে রাখে স্মৃতির গান।
ভুলে যাওয়া সহজ নয়, জানি ভালোই,
       তবু এগোতে হবে, যেতে হবে দূরেই।

আজ অভিমান নেই, নেই কোনো অভিযোগ,
     শুধু সময়ের কাছে চাওয়া একটুকু শুভযোগ।
ভালোবেসে বাঁচা হোক নতুন করে,
      যা গেছে তা থাকুক স্মৃতির ভাঁজে ঘিরে।