জীবনের পথে ছুটে চলা,
ব্যস্ত শহরের ব্যস্ততা ভরা।
স্বপ্নের জাল বুনতে বুনতে,
তোমার ছায়া আজ হারিয়ে গেল দূরে।

তোমার অনুপস্থিতি এক বিষাক্ত ক্ষত,
মনের আকাশে জমে কালো মেঘ।
তোমাকে খুঁজতে খুঁজতে ক্লান্ত আমি,
তালাশের পথে শুধু এক শূন্য খোঁজ।

যদি তুমি সত্যি চলে যেতে,
মৃত এক স্মৃতি হয়ে থাকতে।
দিতাম বিদায়, চোখের জলে,
মনের ব্যথা রয়ে যেত তবু তলে।

কিন্তু তুমি আজ অন্য কারো,
তোমার অস্তিত্ব আমার বাইরের আলো।
তোমায় দেখি এখন এক ভিন গ্রহে,
যেন মৃত আত্মা দূরের ভাসে।

নারী, কেন করলে এমন কাজ?
ভেঙে দিলে আমার হৃদয়ের সাজ।
তোমার প্রতিটা পদক্ষেপে খুঁজেছি আশা,
তুমি ফিরবে, কিন্তু স্বপ্ন হলো নষ্ট ভাষা।

এখন বসে আছি একা এক প্রান্তে,
তোমার নাম লেখা তালিকায় অন্ধকারে।
হারানো বিজ্ঞপ্তি দিয়ে দিলাম প্রকাশ,
তুমি আমার কাছে এখন শুধুই অতীতের নি:শ্বাস।