পড়বে মনে মোর বাহুতে মাথা রেখে শুতে,
মুখ ফিরিয়ে থাকবে ঘৃণায়- স্মৃতি ফুটবে বুকে।
গাঙে আসবে জোয়ার, তরী দুলবে রঙ্গে,
সেই তরীতে কেউ থাকবে তোমার সঙ্গে।
বন্ধু তোমার আসবে কারা-বন্ধে অন্ধ,
হেলায় ভাঙবে সুখের মেলা, বেদনায় স্তব্ধ।
দোলন-চাঁপার রাতে ফুটবে কাঁদন,
তোমার চোখে খুঁজবে তারার কাঁদন।
ঝড় আসবে, কাঁপবে হৃদয় ত্রাসে,
কবিতার কাঁটা ফুটবে গভীর দুঃখের মাঝে।
সেদিন তুমি নিজেই চুমবে -
বুঝবে সেদিন, বুঝবে!