কাল সন্ধ্যায় তুমি আসোনি
সেই বারান্দায়
চায়ের পেয়ালা টা হাতে করে
ঘুরে ফিরে সময় দেখা
ঘড়িটাও অপেক্ষায়
সেই সন্ধ্যার মাঝ আকাশে
মধ্যবয়সী চাঁদ
তার একটু পরেই জোছনা রাত।
চাঁদকে ঘিরে ছেয়ে যাবে
তারাদের তাড়াহুড়ো
তাদের ভিড়ে হটাৎ
উল্কার আবির্ভাব দ্রুতবেগে
এক কোণে অন্ধকারে
জোনাকির মিটমিট জ্বলে ওঠা
একটু আপেক্ষ্য নিয়ে অপেক্ষায়
দাড়িয়ে থাকা আমি।
এ ধৈর্যের পরীক্ষায় কি
উত্তীর্ণ হবো?
তার জানা না জানা আমাকে
পুনরায় নতুন করে ভাবাচ্ছে
সে জানলেও ভুল হবে
না জানলেও ভুল হবে
নীলকে নীড় ভাবতে নেই
রং ভাবতে হবে।
উৎসুক জনতার মন হরেক রকম
ফেরিওয়ালা ভালো বোঝে
আমি তো সাধারণ মানুষ মাত্র
মাত্রা ধরে ঝুলে আছি
কেনো বলতে পারিনা
সেটা আমার অপারগতা
রংচটা কোনো পাত্রের মতো
এক কোণে মরীচিকা।