মুল্যহীন পাথর আমি, তোমার শহরে,
না পারি জ্যোতি ছড়াতে,
না পারি হতে রত্ন ;
না পারি অলংকারে ঠাঁই নিয়ে তোমার শোভা বারাতে।
মুল্যহীন পাথর আমি,
রাখো আমায় পথের ধুলোয়,
কি মরুভূমির ধূ-ধূ পান্তরে।
না হয় সাজিয়ে দিও কোন এক ইমারতের দেয়ালে,
চিরদিনের জন্য করে দিও আড়াল,
আমার আত্মা কথাগুলো চাপা পরে যাক,
শত দেয়ালের গহীন আঁধারে।
মুল্যহীন পাথর আমি,
ছুড়ে ফেলতে পারো জোয়ারে ভাসা গভীর সমুদ্রে,
অশান্ত জলের প্রহারে ফিরতে পারি যেন,
রত্ন হয়ে এই বালুময় তটে।