ও পাখি উড়ে যাও কোথা একাকী,
উড়ে যাও, ঘুরে ফিরে শুধু কি ফাঁকি?
হাতে রেশমী চুড়ি,
মাথায় ফুল ঝুড়ি,
গায়ে হলদে শাড়ি।
একা কোথা যাও নদী তীর ধরি।
পাখি  কোথা যাও?
অজানা নদীর মোহনায় ;
শুনে যাও তবে,
নিয়ে যাও চিঠি খানি;
কলার পাতায় লেখা,
বকুল মালায় গাঁথা।
সে থায় মনে করো আমায়,
পুরনো স্মৃতির কথায়।
পাখি কোথা যাও একাকী,
অজানা নদীর মোহনা খরধার স্রোতে উত্তাল ;
দিশাহীন পথিক আমি ঠিকানাহীন প্রাত্রে,
ফিরে চাও সাথে লও মোরে।