কর দ্বার উন্মুক্ত তার,
থাকতে চাই না বন্দী।
চাই বাঙালির যুক্তি,
চাই অনেক হাতের শক্তি।
চাই বাংলা ভাষার মুক্তি,
বাঙালি হয়ে না করি ইংরেজ যুক্তি।
চাই বাংলার আকাশে শক্তি,
যে আকাশ ভরবে দিয়ে মুক্ত পাখিদের সন্ধি।


কর দ্বার উন্মুক্ত তার,
তুলিবো পাল শক্ত হাতে ধরিবো হাল,
ছুটি নদীর মতো ভাসিবো পালতোলা ডিঙির মতো,
খোলা মোর পায়ের বাঁধন।
রাখো মোর এ অনুরোধ;
শান্ত কর শিক্ষাঙ্গন রাজপথের সন্তরণ,
কর মুক্ত প্রাণের সঞ্চার।
আমারে না হয় রাখো আঁধারে মুক্ত কর তারে ;