আজ আষাঢ় আসার আগমন ক্ষণে,
আমি একা;
দক্ষিন পশ্চিমের কোলঘেষে এক খণ্ড মেঘ,
আমারে আঁধারে ঢাকিতে ঘনিয়ে আসছে,
ঠাঁই হীন আমি মাথা লুকানোর ঠাঁই নাই ,
দাড়িয়ে মাঠের পাত্রে অপেক্ষায় ;
অপেক্ষায় রাত্রি কাটে।
ধেয়ে এসো বৃষ্টি বিলীন করো আমায় বর্ষাতে,
তবে এসে কেন থেমে যাও?
কেন আমায় ফাঁকি দাও?
শূন্যে ওঠে ঘুরে ঘুরে উড়ে যেতে চাও অন্য দেশে।
যেথায় তোমারে সবাই করে কটাক্ষ,
আবাস গড়ে অট্টালিকার সমাবে,
আজ আষাঢ় পাত্রে তোমাতে হব নিঃশেষ ;
মনের আশে দ্বারিয়ে সর্বসরে,
আমার আমি তোমাতে বিলীন করে,
ফিরে যেতে চাই সৃষ্টির সমদ্রোহে;
আকাশের শূন্য নীলদ্রোহে ,
কল্প নক্ষত্রের বাহে উজ্জ্বল সমমনুষত্বে,
মানবের তরে রহিবো জ্বলিয়া অনন্ত কাল জয়ে।
এসো বৃষ্টি এসো আমার নাশে;
আজ আষাঢ় আসার আগমন ক্ষনে,
সজীব কর আমায় পূর্ণতায় আহ্বান বারে বারে।