বৃক্ষ শাখে নতুন পাতা খোঁপার মাঝে ফুল,
দেখতে তোমায় আমার কি হয়েছিল ভুল?
দেখেছিলাম আমি তোমার ঐ চোখের মণি,
কিসের মুগ্ধতায় মনে হয়েছিল খুব যেন অসহায়!
দেখেছিলাম তোমার চোখে জলতরঙ্গের গতি,
মনে বিঁধে ছিল তাই, চেয়েছিলাম চিরসাথী হবো।
তোমার নীল আাভা মাখা চোখ,হৃদয় কম্পন
আমার সরবর জাগরত করে ছিল, সে দিন
অনুভব করে ছিলাম সুখ ;
সুখ তো আনন্দের!
আমার সুখ তো ছিলে তুমি,
তোমার ঐ নিরমল উদ্ভাসিত পুলকিত সরবর,
আমার অঙ্গগুলো ছুয়ে যেত যখন,
আনন্দ আর আনন্দ আমার পৃথিবীময়;
ভালোবাসি তোমার গভীর চোখ দুটো,
যে চোখে চেয়ে আমি ; হারাই আমার সর্বস্ব,
অথৈজলের স্রোত কে বিদায় দিয়ে,
মৃদু তরঙ্গ বুকে নিয়ে নিজেকে করি মরানদী।
পথের পানে চেয়ে আমারই জন্য অপেক্ষায় থাকো কি?
হয়তো তুমি আমায় ভুলে গিয়েছো;
আমি তোমায় ভুলিনি, কেন যেন?
তুমি আমার আষ্টেপিষ্টে মিশে আছো।
আমি ভুলতে পারবো না সেই দিন গুলো,
শরৎ হেমন্ত কিংবা বর্ষার অচেনা বৃষ্টি।