বসন্ত এসে কড়া নাড়ে সায়রে,
শীতের সঞ্জীবনীতে উষা রাঙাতে,
উষ্ণতা ছড়ায় গোধূলির আভাতে,
উষ্ণতা ছড়ায় প্রজাপতির পাখায়,
পলাশের শাখায় নববধূর খোপায়।
মৌ মৌমিতা পরাগ বেনু সবাই সাজে,
মাধবী লাজে, লাজুকে সবুজের চাদর পাতে
রঙিন ফুলের অপেক্ষায়।
পলাশ পারুল শিমুলের বনে,
খুশির আমেজ তাহাদের কুঞ্জে।
পাতা ঝরা শাখে কুড়ি জন্মায় ফাল্গুনী বায়ুতে,
বসন্ত এসে কড়া নাড়ে সায়রে।
বসন্ত ভাবনায় দিন কাটে কল্পনায়,
স্নিগ্ধতায় ভরি এ বিষাদমাখা আঁখি,
ছন্নছাড়া সাথীহারা পাখিগুলো মিলুক,
আবার প্রিয় সঙ্গীনের বসন্ত যৌবনে।
আমের মুকুলে কৃষ্ণচূড়ার চিরল পাতার বিনুনে,
কিশোরীর উচ্ছ্বাসে ফসলের মাঠে,
বনে বনে বউ কথা কোকিলের কহু চিৎকারে,
প্রকৃতি যৌবনের আগমনী বার্তা নিয়ে,
বসন্ত এসে কড়া নাড়ে।