বাতাসে তোমার গন্ধ ভাসে
ধুলোয় পায়ের ছাপ,
আজও খুঁজি আমি ব্যাকুল প্রত্যাশায়
তোমার বাড়ির এপাশওপাশ,
যদি কর প্রত্যাবর্তন আবার এ পথের প্রাণে।
দৃষ্টি যদি যায় মোর মোরে
তবু্ও ছুটবো আমি তোমার সুবাস পেয়ে।
বাতাসে তোমার গন্ধ ভাসে
ধুলোয় পায়ের ছাপ,
যে পথে হেঁটেছো তুমি ছড়িয়ে সুবাস।
সে পথে মিশে যাবে আমার শ্বাস প্রশ্বাস।
শত পথিক হাটুক সেথা
হোক না যত বর্ষাপ্লাবন,তবু্ও আমি বিমোহিত তোমার সুবাসে ব্যাকুল পাগল।
বাতাসে তোমার গন্ধ ভাসে
ধুলোয় পায়ের ছাপ,
অবদ আমি দষি তারে
সে কি অপরাধী মোর দ্বারে,
মোর সহসা বন্দনা সবই হয় বিফল,
ভাগ্য মন্দের হাতে বন্দী
জীবনের সকল সফলতা।
বাতাসে তোমার গন্ধ ভাসে
ধুলোয় পায়ের ছাপ,
ও মোর ভাগ্য একবার ফিরাও সৌভাগ্যের দিশা,
যেন ফিরে পাই তারে,
এই পুরনো সুখের আবাসনে।
বাতাসে তোমার গন্ধ ভাসে
ধুলোয় পায়ের ছাপ।।