শুধু আমি নেই আজ!
আমার পৃথিবী তেমনি রয়েছে,
সেই মাঠ ঘাট নদী পাহাড় ঝরনার ধারা,
আজও শ্বাশত গতিময় ;
আজও আমার রোপণ করা চারাগাছে
ফুল ফোটে রঙিন,পাখিরা নীড় পায়।
আজও হিজলের শাখে শাখে রঙিন মাতোয়ারা,
লাল ফুল, মালায় শোভা পায় কিশোরীর গলায়।
সত্যই আজ আমি নেই ;
পৃথিবীর উদয় অস্ত সুর্য্যের মাঝখানে,
টগবগে ফুটন্ত লাভায়;
আজ আমি ঝলসিত সর্বত্র;
আজ আমি নেই,
নেই কোন ফটোগ্রাফে পৃথিবী মাঝে।
তবুও মন জাগরত মস্তিষ্কে আকুন্ঠ আকুলতা,
আগুনের শিখায় শিখায় জাগরত স্বপ্নরা।
আজ আমি নেই ;
আজও আমার গোলাপের শাখে কলি জন্মায়,
ফোটে রক্তলাল গোলাপ যা শোভাপায় তোমার খোপায়।
ভেজা চুল বেয়ে গোলপ শোভায় জল ধায়।
আজ শুধু আমি নেই,
নেই আমি আলোরিত জগতে,
নেই আমি তোমার জীবন ডায়েরির পাতাতে,
বন্ধু নামের খাতাতে।
সহজেই ভুলে যাওয়া
সহজেই মুছে ফেলা,
শেষ না হওয়া শেষের কথাতে;