রাত আসে অন্ধকার নিয়ে,
নিয়ে আসে ভয় ভাবনার অরন্ধ কল্পনা।
সারা জাগানো স্মৃতি, মৃত্যু ;
আসো তুমি অন্ধকারের বাহন,
আসে দির্ঘশ্বাস বুক ফাটা আর্তনাদ ,
আমি কেবল দ্বারিয়ে একা;
বিবর্ণ বিষন্নতায় অপেক্ষায় রই আমাবস্যার।
খন ঘন অন্ধকার করি জ্যোতিময়,
হঠাৎ আয়ু ফুরিয়ে হয়ই শেষ;
পাশ কাটিয়ে গেছে বিচলিত বড় রাস্তাটা,
সারাদিন ব্যস্ত কত জনরে পৌঁছাতে গন্তব্যে।
কতজনের পদ পিষ্ঠে মিশে।
আজ সরকারি ছুটির দিন;
অতিশয় ব্যস্ততার বিরতিতে ঘুমন্ত শহর,
আমি একা!
খনেই বাঁচি খনেই মরি ;
এইতো চোখ মেললাম বিজলির আলোড়নে,
সারাটা দিন বিষন্নতা নিয়ে দাঁড়িয়ে থাকি,
কত কাক শালিকের দেখা পাই,
ভুল করে কারো বন্ধু না হই!
জীবন বড় বেঘড়ি যেমন চলছে তেমনি চলছি,
জীবনের রসদ অন্যের হাতে ।
গ্লানিময় জীবন বড়ই কষ্টের বিষন্নতা,
খনেই মরে বেঁচে ওঠা;
পথের বুকের বিভীষিকা আমায় দেখে অবজ্ঞা করে,
না থাকার আশ্বাসে।
রাত্রি জাগি আলোকিত করি পথ,
সে পথ বেয়ে না আসে আমার মুক্তির রথ।
যদিও পাশে আসে কেউ বোবা অন্ধ উন্মাদ নেশাটে, তাদের নিয়ে কি পৃথিবীর যাত্রা কাটে,
আলোকিত প্রাত্রে আমায় কি কেউ সঙ্গ দেবে?