বলছি তোমারে,
এসো হে নবীন মোর দ্বারে।
এসো হে নবীন,
নবযুগ ডাকিতেছে তোমারে,
ডাকিতেছি তোমারে নতুন দুয়ারে,
শ্বাশত কল্যাণপুরে।
আহবান বারে বারে তোমারে;
এসো হে নবীন,
আনিতে নতুন উষার দিন,
নিয়ে যাবো তোমারে আলো অভিসারে।
হবে বিরল তোমার মনুষ্যত্ব,
হবে মানুষ পেরিয়ে সকল দ্বিধাদ্বন্দ্ব।
এসো হে নবীন,
আমার অঙ্গনে আহবান বারে বারে;
আনিতে এক আলোকিত দিন।
তোমার ভবিষ্যৎ এখানে রয়েছে প্রতীক্ষায়,
এসো জাগ্রত কর তারে।
স্বদেশ সমাজ কে করিতে সমুন্নত,
এসো হে নবীন আহবান বারে বারে।
এসো হে নবীন,
সকল বন্ধন ছেড়ে ক্ষণিকের ডোরে,
ফিরিবে যখন দেখিবে সকল স্বজন নতুন সন্ধিক্ষণে।
এসো হে নবীন,
আহবান বারে বারে তোমারে ;