আমি এক কালো পাখি,
বলো বলো আমায় চিন না-কি?
এই তো সেদিন, এসেছিলাম
বসন্ত বরণে;
কন্ঠে সুরের বেনু,ফুলের রেনু ছড়াতে।
সহজেই সুখের কথা ভুলে গেলে,
তেমায় খনিকের সুখ দেওয়ার জন্য,
কতো ভোর কতো গোধুলী অপেক্ষায় থাকি।
কতো ঋতু পার করি ভয়ে ভয়ে,
কখন যেন বায়স ফিঙ্গেঁ আমায় চিনে ফেলে ।
লুকিয়ে মুখ গুঁজে পার করি রাত্রি দিন,
শুধু বসন্ত ভাবনায় ;
কবে আসবে সে,কবে শুনাবে মধু গুঞ্জন,
জানি জানি আমায় কি আর ভাবো তুমি?
বর্ষায় ভিজি আমি,তুমি খোপায় গুজো কদমের হাসি,
শরৎ হেমন্ত গুনে গুন মনে আমার আগুন জ্বলে।
দিন রাত্রি যায় গুনে গুনে, তুমি ফিরে না এলে বনে।
শীত একটু এলে বনে লুকাও তুমি গহীন অরণ্যে,
অপেক্ষায় থাকি আমি,
ফিরে না আসো তুুমি;
তাই তো আমি চিৎকারে ফিরি,
সুরে সুরে তোমায় ফিরি বার আহবান করি।