আজ আকাশ জুড়ে মেঘ করেছে,
মেঘ করেছে,
মেঘ করেছে ঐ,
জানি না মেঘের বাড়ি কই?
ছুটছে সে তো,
ছুটছে হেসে,
থামতে বললে দেবে ঠেসে।
দাঁড়ায় যদি একটু হেসে,
দেবে ওমনি কেঁদে।
চোখ যে তার হবে নীল,
হাসবে সে সাত রঙ আবেশে।
আকাশ জুড়ে মেঘ করেছে,
মেঘ করেছে,
মেঘ করেছে ঐ,
জানি না তো থামবে সে কই!
যদি ছড়ায় হাসির পুলক,
থামবে তবে ধবল বলক,
সাজবে কেয়া বন।
থামবে সে তো একটু হেসে,
যদি বায়ু ডেকে বলে একটু শোন।