হেন্তের আগমনী বার্তায় তোমায় স্বাগতম,
কার্তিকের এই প্রলব্ধ ক্ষণে,
ব্যথা বেদনা অভিমান অভিসারে,
তন্দ্রাহিন নিশি কাটে শায়রে।
হেমন্তের শুভেচ্ছা নিও প্রিয়,
আজ যদি একটু মন খারাপ থাকে,
জানালাটা খুলে দিও. ;
মধ্যরাতে মাঝ আকাশের চাঁদটা দেখ!
আর যদি খুব বেশি মন খারাপ হয়,
দরজাটা খুলে দুপা ফেলে যেও,
যেও প্রিয়,যেও ছাতিম গাছের পাশে।
মধ্য রাতের চাঁদ ছাতিম ফুলের সুবাস,
তোমায় করতে সুখী আজ এ রাত জাগে।
হেমন্তের শুভেচ্ছা নিও প্রিয়,
অভিমান ভুলে অভিসায়নের ক্ষণে,
ফিরে এসো হেমন্তের ঝিলের জলে।