আনন্দ্যময়ী তোমার ফিরে আসা,
আনবিক চরিত্রে;
আবার হয়তো আমায় প্রেমে ভাসাবে।
কিন্তুু তুমি না!
আমি আবার মনের করিডর জুড়ে স্বপ্ন সাজাবো,
বাচার ইচ্ছায় নতুন পৃথিবী গড়বো।
তুমি আমায় সঙ্গ দেবে!
সবটাই হয় কল্পনায়,
তুমি আবার চলে যাও ;
আমি আবার নতুন করে স্বপ্ন ভাঙ্গার বেদনায় ভাসি!
আশাহীন আশে বাচি ত্রাসে ত্রাসে,
আবার জানি তুমি ফিরে এসো পাসে!
যত বার তুমি ফিরে আসো,
তত শত বার তোমায় ফিরে পেতে উৎলা আমি!
অদ্যবোদ্ধী তোমাতে অবোধ আমি।
তোমার ফিরে আসা যে আমরা স্বর্গীয় প্রাপ্তি!
জন্ম জন্মান্তরের সুখ ;
পরিপূর্ণতায় মুগ্ধতায় আকুলতায় বিমোহিত আকুঞ্জন,
আমরা পৃথিবীর সমস্ত তরুদয়।
শিওরে ফুল,গর্ভে মধু মাথায় পরাগ নিয়ে,
তোমায় সম্ভাষণ জানায়;
আনন্দ বানে ভেসে যায় জাগতিক প্রেমের ভুবন।
প্রেমের অধিসরী তুমি -
প্রেম বিকাতে বিকাতে তিল পরিমানে আমরা জন্য নিয়ে,
ফিরে এসো ;
আনন্দ্যময়ী;
খনিকেই যাও হারিয়ে অন্ধকারে,
আনন্দ্যময়ী ফিরে এসো ;
ফিরে এসো আনবিক চরিত্রে!