আর কতো কাল চলবো বলো ভবঘুরে পথের পরে,
ঘরের কোনে চোখের পাতায় স্বপ্ন বুনে,
একলা ভাবনায় ছবি একেঁ।
ভাবনা দেশে দিশেহারায় ভেসে,
আর কতো চলবো বলো
হাওয়ায় মাঝে ভেসে ভেসে।
ভেসে যাই কল্পনার আবেশে,
বোবা মুখে কথা না আসে।
না আসে জীবনের শেষ ত্রাস,
না হয় এই চলার পথের নাশ।
না মিটে মনের আশ,
না সাজে জীবনের ঠাটবাট।
ছন্নছাড়া অরণ্য মনা ঘরহারা পথের প্রাণে,
পথের দিশায় পথেই মিশে থাকা,
জীর্নতার জালে স্মৃতির ফেমে থেমে যায় জীবন।
থেমে যায় জীবনের গভীরতম ইচ্ছে সাগরের
উন্মুক বেশ।