অণুকবিতা- ১
আমি চাইনা কেউ আমায় দয়া করুক।
আমি চাইনা সামনে থেকে কেউ আমার হাতটি ধরুক।
আমি চাইনা হোঁচট খেলে কেউ আমায় টেনে তুলুক।
আমি শুধু চাই চলার পথে বন্ধু আমার পাশে থাকুক।
              ১৯.০৬.১৩
              অণুকবিতা- ২
সব আলো নিভে গেলো, চারিদিক হল  কালো।
অন্ধকার নেমে এলো,সবকিছু এলোমেলো।
জ্বালো জ্বালো, আলোর মশাল জ্বালো।
আঁধারে হানো আঘাত,সব কালো মুছে ফেলো।
              ২০.০৬.১৩
              অণুকবিতা-  ৩
ভেবে পাইনা কূল আমি করেছি কি ভুল।
কতকাল ধরে দিচ্ছি আমি অজানা ভুলেরই মাশুল।
চোখফেটে বইছে জলধারা প্লাবনে ভেঙেছে দু কূল।
কি যেন হারিয়ে অনুভবে শূণ্যতা,হৃদয় বড় শোকাকুল।
                ২১.০৬.১৩
               অণুকবিতা-  ৪
সকল স্মৃতি মুছে ফেলে,বন্ধু আমায় ভুলে গেলে!
যতই দূরে থাকো তুমি, বন্দি আমার অন্তর্জালে।
কি করে ভুলে গেলে, ভাবো না কি সময় পেলে!
নাকি সারাদিন ই ব্যস্ত থাকো এই দুনিয়ার বন্দিশালে?
                ২৩.০৬.১৩
               অণুকবিতা- ৫
আমার আরো অনেক বেশি বাঁচতে ইচ্ছে করে।
বাঁচার মত বাঁচতে চাই সারা জীবন ধরে।
ভোগবিলাসী জীবন নয়, জীবন ত্যাগের তরে।
সবার জন্য ভালোবাসায় বিলাও জীবন অকাতরে।
               ২৭.০৬.১৩
             অণুকবিতা-৬
যদি দূরে যাবে চলে, তবে কেন কাছে এসেছিলে?
যতটা সময় দিয়েছি তোমায়, যাবার আগে দাও ফিরিয়ে।
ভাবিনি কখনো তুমি বদলে যাবে,দেখো আমায় ফিরিয়ে তুমি সবই হারাবে।
আশা রাখি, তুমি ফিরে তাকাবে।
          ২৩.০৮.১৩