হে মানুষ, তুমি মেতেছো আজ কিসের নেশায়!
কি সব এলোমেলো আভাস ছড়াও মুখের ভাষায়!
ভুলে কি গিয়েছো তুমি- তোমার চূড়ান্ত গন্তব্য কোথায়?
হারিয়েছো পথ তাতে কি,পৌছাবেই তুমি ঠিকানায়।
দুচোখ তোমার যত দূরে যায়- অসীমের শেষ সীমায়,
মনে রেখো মৃত্যু তোমার অত দূরে নয়- সে কাছাকাছি রয়।
যখনি পরবে ডাক দিতে হবে সাড়া, দেখবে না সময় অসময়।
অথচ তুমি ভুলেছো তারে- যে দিয়েছে প্রাণ পাঠিয়েছে দুনিয়ায়।
সাত পাচ করে কত সময় তুমি নষ্ট করো অযথায়,
কিঞ্চিৎ সময় ব্যায় করোনা তবু তোমার প্রভুর প্রার্থনায়।
দশ, বিশ,একশ বছরের পরিকল্পনায় তুমি ব্যস্ত থাকো,
সেকেন্ড সময় পরে কি হবে তোমার- তা কি মাথায় রাখো?
ভাবো ভাবো আজ এসেছে সে সময়,
এ জগৎ সংসারের মায়া ছেড়ে যেতে হবেই একসময়।
তার আগেই ভেবে নাও, করছো যা পোষাবে কি তায়,
সেকেন্ড সময় পরে যখন সবাইকে জানাবে বিদায়।।।
(-_-) ০২/১১/১২