নিজের সম্পর্কে কিছু না বলে থাকতে পারছিনা, আবার সবকিছু বলতেও মন চাইছে না।
যাক গে, কিছু অন্তত বলি।
প্রথমেই কবিতার হাতেখড়ি নিয়ে বলি। প্রথম কবিতা লিখি আমি যখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র,ফুল নিয়ে লিখেছিলাম। নানা প্রকার ফুলের সৌন্দর্য বর্ণনা করা হয়েছিল। এখন অবশ্য সংগ্রহে নেই।
তারপর অনেক দিন দূরে থাকি। নবম শ্রেণীতে থাকাকালীন দেশের ঋতুবৈচিত্র নিয়ে লিখি, যা সংগ্রহে আছে। তারপর থেকে নিয়মিত বিরতিতে লিখতে থাকি।
উচ্চ মাধ্যমিক পড়াকালীন কবিতা লেখার পরিমান ছিল বেশি। তারপর বিশ্ববিদ্যালয় এর শুরুতে কিছুদিন বন্ধ থাকলেও এখন চলছে আবার বিরতিতে।
কখনো কোন পত্রিকা বা magazine এ দেয়া হয়ে ওঠেনি।বা কোন blog এও না। facebook এ কবিতার page এই সীমাবদ্ধ ছিলাম। তারপর এক বন্ধুর কাছে এই কবিতার আসরের খোজ পেয়ে....
আর নিজের সম্পর্কে বলতে গেলে তেমন কিছু বলার মত এখনো হয়ে ওঠেনি। তবে একদিন বলবো যেদিন অনেক কিছু বলার মত থাকবে।
আমি বাংলাদেশের ছোট্ট একটি জেলায় জন্মগ্রহণ করেছি,সেখানেই বেড়ে ওঠা। এখন ও তার কাছাকাছি ই আছি। সাগর পাহাড়ের মিলনমেলায়।
পড়াশোনা চলছে BSC hon's, পাহাড়ের মাঝে।
ভালোই আছি বলা যায়।