জানিনা, তোমায় কোনদিন বলতে পারবো কি না।
জানিনা, তুমি নিজ থেকে কখনো বুঝে নেবে কিনা।
বা অন্য কারো মধ্যস্থতায়, আমরা একে অন্যকে জানবো কি না।
তবে এটুক জানি, যতদিন তুমি আর আমি থাকবো, আমাদের মাঝে যা ছিল, বা তোমায় নিয়ে আমার যে অনুভুতি- তা থাকবে।
কেন জানিনা, তোমায় মুখফুটে মনের কথাটা কখনো বলতে পারিনা।
কখনো তোমার চোখে চোখ রাখতে পারিনা।
তুমি কি বোঝ এসবের মানে, নাকি বুঝেও বুঝতে চাওনা?
তবে কি আমার অন্তরের অনুভুতি টুকু আমৃত্যু সুপ্ত ই থেকে যাবে!
নাকি অবশেষে আমি বলতে পারবো, অথবা তুমি বুঝে নেবে নিজ থেকে।
আচ্ছা, তুমি কি কখনো এমন করে ভাবো?
আমি কি তোমার কল্পনার রাজ্যে ঘুরে বেড়াই- ঠিক যেমন আমার কল্পনায় অবাধ বিচরণ তোমার।
নাকি তুমি কখনো ই আমায় নিয়ে ভাবোনা, হয়তো তাই হবে।
তবে যাই হোক, তোমার প্রতি আমার অনুভুতি টুকু আমি যত্ন করে রেখে দেব, এই হৃদয়ের মণিকোঠায়।।