যদি তোমার অক্ষর সব মুছে যায়
হারিয়ে যায় চেনা সব পথ
যদি তুমি কভু একা হয়ে যাও
শুধু চেয়ে চেয়ে দ্যাখো নির্বাক
সেদিনও তুমি তাকেই পাবে পাশে
আজন্মকাল যে তোমায় ভালবাসে।