তুমি তোমার পথেই হাঁটো
আমি-থামাবো না তোমায়
নিরুদ্দেশ পথে চলতে চলতে যখন ক্লান্ত হবে
জানি, ফিরে আসবে
চিরচেনা পথটায়।

মান-অভিমান দূরে নিয়ে যাক
খোলা আকাশ তোমার, তুমি যাও উড়ে যাও
গোলক ধাঁধায় পড়বে যখন
তখনও খুঁজে খুঁজে ফিরবে
পরিচিত আঙ্গিনায়।

এ পথও তোমার
এ আঙ্গিনাও তোমার
তোমায় বয়ে বেড়ানো পৃথিবীর
আমি এক উপলক্ষ মাত্র।