ওহে কৃষক বলো তুমি এত উদার কেনো
তোমার যত কষ্ট শ্রম
কাড়ছে তারা দমাদম
তবুও তুমি তাদের দিকে শুভ দৃষ্টি হানো।
ঘাম ঝড়িয়ে ফসল ফলাও সারা জনমভর-
তোমার দেয়া অন্নে যারা
নিজের ক্ষুধা করে সারা
তারাই তোমায় দিচ্ছে গালি বলে নিচু স্তর।
মা-মাটিতে মানুষ তুমি তাই কি বড় মন-
ভাবছ তুমি এরা'ই সবে
একদিন সাচ্চা মানুষ হবে
তোমার আশা পূরণ করে হবে আপনজন।
তোমার কাজের সাথে আমার নেইতো কোন মিল
তবুও ভাবি তোমায় দেখে
সব ভেদাভেদ দূরে রেখে
তোমায় বুকে ধরলে বুঝি ঠান্ডা হবে দীল।
তারিখঃ ২৩/০৪/২০১৯