সন্দেহে আর কতদিন...
এই করে করে’ই তো মোরা বাড়িয়েছি ঋণ ।
দেখি না তাকিয়ে সামনের পথ,
যা ছিল আমার আর আমাদের আজন্ম শপথ।
কাজের বেলায় মোদের নাই সময়,
অথচ, অ-কারণে হারালাম কত শত অস্ত-উদয়।
গড়বো বলে যা ভেঙ্গেছি,
সন্দেহের অবকাশে সেটা শুধু তাকিয়ে তাকিয়ে’ই দেখছি।
কত দিন পার হলো...
কত রাত ভোর হলো...
আমাদের দেখার নজর হলো আরো আঁধার কালো ।
কালিমা লেপ্টে আছে পথে...
কে সরাবে? আমি তো এ পথের লোক নই বলছে সবে,
তুমি ডাকো ডাকো তাকে।
আমার আঁধার পথের আলো হয়ে এখন
সে আর আসবে কি?
সন্দেহের বেড়াজাল ছিড়ে, সত্যের মশাল জ্বেলে
এ কালিমা মুছতে..., এ ধরাকে নব্য সাজে সাজাতে
সে আর আসবে কি?
সে আসতে পারবে কি?