কোন পাশে দাড়ালে হবো মুক্তিযোদ্ধা
কত বড় হলে বলো, হবো সেই বোদ্ধা-
স্বাধীনতার বিপরীতে ছিলো যার নাম
পঞ্চাশে এসেও তার, ঘোড়া অগ্রেদাম-
পেলেপুষে বড় ক’রে বলে রাজাকার
ফাসি দাও ফাসি দাও, বিচার দ্রুততর-
রাখালের দোষ নেই গরু কেন মাঠে
সু-সময়ে এরাই আবার, হাত দেয় বাটে-
রাখাল হও কিংবা তুমি ঘোড়-সওয়ার
দোষী যদি হও তবে, পাবে না নিস্তার।
তোমার পরিণাম হবে আরো করুণার
যুদ্ধাপরাধী নামে কিংবা পোষ্য-রাজাকার।