যদি ফুলগুলো ঝড়ে যায়
অ-জানা কোন এক ঝড়ে,
যদি এ পথ হঠাৎ শেষ হয়ে যায়
কোন এক পথের পারে।
কেউ কি যাবে ঐ ঝরা বাগে
সুবাশ নাই যার,
পড়ে থাকা পথিক কার কাজে লাগে
শুধু সাময়িক হাহাকার।
পথিক ও ফুল
যেন সাময়িক কোন এক খেলার মাঠ,
প্রয়োজন নেই তার
হারিয়ে ফেলে যদি কোমল-তারুন্যতা
কিংবা সকাল বেলার ঠাঁট।