একটি পতাকা পেয়েছি,
লাল রক্তেমাখা সবুজের মরুতে
বিন্দু বিন্দু রক্ত এসে জমাট বেঁধেছে লাল সুর্য্যে
এ সুর্য্যে সবাই ছিলো-
কামার-কুমোর, মাঝি-কৃষক, দিন-মজুর,
তাতী-জেলে, কারখানার শ্রমিক, বিভিন্ন শ্রেণীপেশার মানুষ ও
হালের কিছু সরকারী কর্মচারী।
শুধু ছিলো না-পশ্চিমের ওরা।
সকলের একটাই নাম
দলও একটাই - মুক্তিকামী জনতা
ওরা মুক্তিযোদ্ধা।
আবারও বিভক্ত হয়েছি আগের নামে
স্বাধীন পতাকার নিচে রক্ত ঝরে
ধর্ষিতা হয় নারী,
ক্যাম্পাসে ক্যাম্পাসে লাশের সারি
প্রহরীর গলায় আত্নহত্যার রশি।
অনেক ত্যাগের বিনিময়ে একটা পতাকা পেয়েছি কিন্তু
অর্ধ শতকেও আশা পূর্ণ হয়নি।