বলবার ভাষা হারিয়ে গেছে
কিনার! সে তো বহুদূর...
এতো ভারী বোঝা চাপে নি কাঁধে
মহাবিশ্বের এ পৃথিবীর।
কালের পর কাল চলেছি
ভয়-ডরহীন, স্বরনীয় সব কর্মে
দলেছি সব বাঁধা, দলেছি
ভেবেছি আমরা সবার উর্ধ্বে।
প্রতিটি কোষ ছিড়ে বের করে আনবো
জটিলের সহজ সুপ্ত সমাধান-
এ পাঠ ছিলো না কোন কাব্যে
করোনা নামের সাথে আমাদের ব্যবধান।