আমাকে এনে দেবে, স্বিন্ধ সকাল-
যে কুয়াশায় কেটে যায় সকল অমানিশা।
ঘাসের শিশির বিন্দু দেখায় নতুন পথের দিশা।
আমাকে নিয়ে যাবে, ভুলের সে গাঁয়-
যেথায় দোষ-ত্রুটি ভুলে সবে সারি গান গায়,
পাখিরা শোনায় তাদের কুহেলিকার গান
আনন্দে মেতে থাকে, দু’খ সেথায় নিঃস্প্রাণ
রাখালের বাঁশি যেথা নব প্রাণ পায়।
আমি আজ ক্লান্ত, এ মেঘের দেশে
কঠিন হৃদয় আর ইট-পাথরের চাপে,
কোন এক অসুরের গাঢ় অভিসাপে
বিবর্ণ এ মানবতায়।
তাই তো আমি ডাকিতেছি তোমা
দেয়ালহীন কারাগারের বাইরে কোথা
তুমি নিয়ে যাও আমায়।