যেখানে রক্ত কথা বলে
হাসি-কান্না, দুঃখ-আবেগ এক মোহনায় তারা মেশে
কোন বাঁধার প্রাচীর রুখতে পারে না তাদের।
বৈকালী এক চিলতে রোদ্দুর
সাময়িক তৃষ্ণার্ত করতে পারে
সাদা জামায় দাগ লাগতে পারে কাদার।
আবার ঝড় আসবে
মিলিয়ে দেবে, ছোট ছোট অভিমানের পাহাড় চুরমার করে,
মাঝে-মাঝে এই ঝড়ও
উপকারের কারণ হয়
দ্বিধা ভুলে আবার এক কাতারে দাঁড়াবার প্রেরণায়।
না বলার প্রাচীর টিকতে পারেনা,
সম্পর্কের গভীর টানে।