বিলাসী বাহনে বিলাসী যাপনে
যে সময় করিলে পার
ভেবেছো কি হে ক্ষণেক এ মোহে
করিছো কিসের কারবার?
চলার এ পথে তোমার ঐ রথে
সাথী কারা ছিলো
শেষের এ সময় হদয়ে কি কয়
করিলে কি ভালো?
হয়তো'বা কেউ পেয়েছিলো ঢেউ
দুলে ভিড়েছে কিনারে
অনেকেই আবার কাটিতেছে সাঁতার
মোহের এ কারবারে।
ক্ষণকালের ভূমে কামনার প্রেমে
মোহিত তুমি আমি
মায়ার ভুবনে ডুবিয়া আনমনে
মোহের কারবারে নামি।