ধরো,
শালবনে শাল নাই জলে নাই মাছ
কামার-কুমোর কারো'রই ঠিক,
নাই কোন কাজ।

কামার ছোটে জাল নিয়ে
কুমোর কাটে কাঠ-
হাতুর-বাটাল ফেলে ছুতার
চলে খেয়া-ঘাট।
মাঝি এখন বড় নেতা
ভাষণ-শাসন কাজ
মাস্টার মশাই ডাস্টার রেখে
শেখেন ডিসকো নাচ।
নেতা বসেন পেছন সারি
ভাগে অল্পই পান
ব্যবসায়ী সব চেটেপুটে
করছে ঠনাঠন।

উল্টো হাতে দেশের লাগাম
ছেড়ে দিলে তবে-
উন্নয়নের বান ডেকে দেশ
রসাতলে যাবে।